Breaking News

থানার ভিতরে ‘গুন্ডাগিরি’ পুলিশের! ক্লোজ করা হলো এসআইকে

ইন্দ্রজিত মল্লিক:- থানার ভিতরেই পুলিশের ‘গুন্ডাগিরি’ |থানার ভিতরে হাইকোর্টের এক আইনজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। রবিবার বিকেল ৫টা নাগাদ ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ আউট পোস্টে এই ঘটনাটি ঘটেছে। এর জেরে সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যালকে ক্লোজ করা হয়। সোমবার হাইকোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক শঙ্কর প্রসাদ দলপতি নিজের প্যাডে লিখেছেন, হাই কোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল রবিবার ৫টায় নেপালগঞ্জ থানায় মক্কেলের সঙ্গে দেখা করতে যান। তারপই পুলিশ তাঁকে শারীরিকভাবে হেনস্থা করে। আক্রান্ত সৌরভ মন্ডলকে চিকিৎসার জন্য আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এটাও অভিযোগ করেন, সেই পুলিশ আধিকারিক ‘গাঁজা কেস’ দেওয়াও হুমকি দেয়। আইনজীবী লিখিতভাবে ডিজি, আইজি, এসপি ও আইসিকে অভিযোগ করেন। নেপানগঞ্জ আউট পোস্টের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার কথাও লিখেছেন। এর জেরে বারুইপুর পুলিশ জেলার এসপি সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যালকে ক্লোজ করে। তাঁকে কারণ দর্শাতেও বলা হয়েছে। হাইকোর্টের বার এসোসিয়েশন সূত্রের খবর, যতক্ষণ না ওই সাব ইন্সপেক্টর বরখাস্ত করা হচ্ছে ততক্ষণ কোনও আইনজীবী বিচার পক্রিয়ায় অংশগ্রহণ করেনি। দুপুর ২টো পর্যন্ত কোনও বিচার পক্রিয়ায় আইনজীবীরা অংশগ্রহণ করেনি। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়ে শাসকদলের আইনজীবী সংগঠনের কনভেনর তরুণ চ্যাটার্জি বলেন, “হাইকোর্টে রোজ দিনের মতোই ঠিকঠাক চলছে। সেই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। উনি সশরীরে আইনজীবীর সামনে ক্ষমা চাইবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *