প্রসেনজিৎ ধর, হুগলি:-ক্লাসের মধ্যে ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান। দুপুরে এই ঘটনায় আহত হয়েছে চার ছাত্রী। হুগলির পান্ডুয়া রাধারানি গার্লস হাই স্কুলের ঘটনা। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে।আহত চার ছাত্রী রাজিকা খাতুন, রিনা খাতুন, নাজিরা খাতুন, এবং সরস্বতী মাহাতো। জানা গিয়েছে, চার পড়ুয়াই ওই স্কুলের নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। মঙ্গলবার টিফিন করার সময় হঠাই মাথায় ভেঙে পড়ে সিলিং ফ্যান। দুই পড়ুয়ার চোট গুরুতর হওয়ায় তাদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। রক্ষণাবেক্ষণ এবং নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্য দিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি, নিছক দুর্ঘটনা এটি। আহত এক ছাত্রীর বাবা রেজ্জাক মোল্লাও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মেয়েরা স্কুলের টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল। হঠাৎ করেই মাথার উপর একটি পাখা ভেঙে পড়ে। স্কুলের দিদিমণিরা সবাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা হল বলে আমাদের অনুমান।’’ এ প্রসঙ্গে স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই একটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দু’জনকে আবার সেখান থেকে স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দিকে, স্কুলের পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন আহত ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।
Hindustan TV Bangla Bengali News Portal