দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে যাচ্ছেন না। তাই পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফর। লোকসভা নির্বাচনের পর এটাই ছিল তাঁর প্রথম নয়াদিল্লি সফর। সেখানে গিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বিশেষ কারণে এই সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। তবে আগামীকাল শুক্রবার নয়াদিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কারণ বাংলার দাবি আদায়ে তাঁর নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল।কেন মমতা তাঁর দিল্লি সফর পিছিয়ে দিলেন বা বাতিল করলেন, তা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকের বক্তব্য, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ হচ্ছে না বলেই মমতা দিল্লি যাওয়া পিছিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, তেমন হলে মমতা শুক্রবারেও দিল্লি যেতে পারেন। কারণ, দিল্লিতে তাঁর অনেকগুলি কর্মসূচি ঠিক করা আছে। তার মধ্যে একটি হল দলের সাংসদদের সঙ্গে বৈঠক। দিল্লিতে জাতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও ঘরোয়াভাবে মিলিত হওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। সেটি হওয়ার কথা ছিল শুক্রবার। তা ছাড়াও দিল্লিতে বিরোধী শিবিরের কয়েক জন নেতা-নেত্রীর সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি ছিল।প্রসঙ্গত, মঙ্গলবার ‘নজিরবিহীন’, ‘একপেশে’ বাজেট পেশ করার প্রতিবাদে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তৃণমূল অবশ্য সম্পূর্ণ ভিন্ন বক্তব্যের কথা শুনিয়েছিল। দলের নেতা ডেরেক ও ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে। তৃণমূল শিবিরের আরও একটি বক্তব্য হল, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হবেন। বৃহস্পতিবারের সফর বাতিল হওয়ায় শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।