Breaking News

অফিস টাইমে চলন্ত বাসে আগুন!কালো ধোঁয়ায় ঢাকল মহাজাতি সদন চত্বর,আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার চলন্ত একটি মিনি বাসে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতায় মহাজাতি সদন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। বৃহস্পতিবার সকালে এস ১৮৪ রুটের বাসটি বিবাদীবাগ থেকে যাত্রা শুরু করে বিরাটির দিকে যাচ্ছিল। মহাজাতি সদনের সামনে পৌঁছনোর পর হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া বের হতে শুরু করে সেখান থেকে। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা|বাসের চালক দ্রুত বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে আসেন বাস থেকে। খবর দেওয়া হয় দমকলে। দমকল ও পুলিশের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির খবর নেই।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসে যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা। বিরাটি থেকে বিবাদি বাগ আসছিল বাসটি। সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠার পর থেকে বাসে খুব বেশি যাত্রী ছিল না। মহাজাতি সদনের কাছে বাসটি আসতেই আচমকা আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে যান। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশ বাসের চালককে থানায় নিয়ে যায়। কীভাবে আগুন লাগল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। চালক জানিয়েছেন, “বাসের স্টার্ট বন্ধ হচ্ছিল না। তাই বাসটিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে স্টার্ট বন্ধ করার চেষ্টা করছিলাম। তখনই আগুন ধরে যায়। মনে হয়, তারে লুজ কানেকশন হচ্ছিল।” তিনি আরও জানিয়েছেন, বাসটি বেশি পুরনো নয়। তারপরেও কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *