দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- দমদম সংশোধনাগারে চিকিৎসার অভাবে মৃত্যু হল বিচারাধীন এক বন্দির৷ এমনটাই অভিযোগ মৃতের পরিবারের৷ ঘটনায় দমদমের সংশোধনাগারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা৷ মৃত যুবকের নাম রাজ দত্ত(২০)। জানা গেছে, গত ২৮ এপ্রিল বাগুইআটির অর্জুনপুরের একটি খুনের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মধ্যে রাজও ছিল। প্রথমে পুলিশি হেফাজত। তার পর জেল হেফাজতে পাঠানো হয় রাজ ও তার সঙ্গীদের। বিচার চলাকালীন দমদম সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। কিছুদিন আগে ওই বন্দির শরীর খারাপ হয়েছিল। পরিবারের তরফে আদালতে বিষয়টি জানানোও হয়। আদালত থেকে সেই সংক্রান্ত কাগজ সংশোধনাগারে গেলেও জেলার বিষয়টিকে পাত্তা দেননি বলে অভিযোগ মৃত বন্দির পরিবারের। শনিবার সকালে জেল থেকে বন্দির পরিবারে ফোন করে মৃত্যু সংবাদ জানানো হয়। রাজের পরিবারের অভিযোগ, দু’দিন ধরে তার জ্বর ছিল। রক্তবমি হচ্ছিল। মৃত বন্দির পরিবারের আরও অভিযোগ, রাজ সহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা কেউই প্রকৃত দোষী নন। মৃতের পরিবারের দাবি, আসল দোষীরা বাইরে। মৃতের পরিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। জেলের বাইরে বিক্ষোভও দেখায় মৃত বন্দির পরিবারের সদস্যরা।
Hindustan TV Bangla Bengali News Portal