Breaking News

ভাইকে দেখতে এসে কল্যাণীর গান্ধী হাসপাতালে আক্রান্ত বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট!ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য, আটক ২

দেবরীনা মণ্ডল সাহা :- চিকিৎসাধীন ভাইকে হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। হাসপাতালের ভিতরে খাবার নিয়ে যাওয়া নিয়ে বচসায় জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীর সঙ্গে। অভিযোগ, বচসা চলাকালীন নিরাপত্তাকর্মীরই মারে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয়েছে দুই নিরাপত্তারক্ষীকে।শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কল্যাণীর গান্ধী মোমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তেহট্টের বাসিন্দা অখিলচন্দ্র বালা। অসুস্থতার খবর পেয়ে শনিবার দুপুরে তাঁকে দেখতে আসেন তাঁর দাদা বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তবাবু। সঙ্গে ছিল তাঁর পরিবার। হাসপাতালে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ,সেইসময় সুশান্তের আর এক ভাইকে হাসপাতালের নিরাপত্তারক্ষী-সহ কয়েক জন মিলে কর্মীরা মারধর করেন। ভাইকে বাঁচাতে এগিয়ে যান সুশান্ত। তাঁকেও মারধর করা হয় হলে অভিযোগ। শুধু তা-ই নয়, মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সুশান্ত বলেন, ‘‘আমার ভাই হাসপাতালে ভর্তি আছে। ওকে দেখতে এসে আমার এই অবস্থা। এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।”এদিকে, সুশান্ত ও তাঁর পরিবারের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। তাঁদের বক্তব্য, তাঁরাই প্রহৃত হয়েছেন। এক নিরাপত্তারক্ষী বলেন, ‘‘আমাদের মেরেছে। আমরা কিছু করিনি।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *