অভিষেক সাহা, মালদহ :- একুশের নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা | শাসক-বিরোধী প্রচার চলছে জোরকদমে | এবার নির্বাচনে যে শব্দটি বেশি চর্চিত রাজ্য-রাজনীতিতে তা হল ‘খেলা হবে’| ইতিমধ্যে রাজ্য জুড়ে ‘খেলা হবে’ স্লোগান তুলেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা |
আর এইবার ‘খেলা হবে’ স্লোগানে দেওয়াল লিখতে দেখা গেল গেরুয়া শিবিরকেও| সোমবার মালদহ-এর চাঁচলের অধিকাংশ দেওয়ালে বিজেপির পক্ষ থেকে সেই স্লোগানকে নিয়েই দেওয়াল লিখন শুরু হয়েছে | “খেলা হবে মেলা হবে, খেলবে জনতা দেখবে মমতা”,”খেলা হবে,পদ্ম ফুলের মেলা হবে,খেলবে জনতা আর বসে বসে দেখবে মমতা “,”খেলা হবে মেলা হবে, এসো বন্ধু মেলা হবে” এই স্লোগানগুলো দেখা মিলল চাঁচলের অধিকাংশ দেওয়াল লিখনে | আর এই স্লোগানকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল | তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় শাসক দল বিজেপি বাংলায় ঢুকে তৃণমূল কর্মীদের ভাড়া করে নিজের দল বাড়াচ্ছে পাশাপাশি রাজ্যের শাসকদলের স্লোগানকেও তারা নিজেদের দলে ব্যবহার করছে |
Hindustan TV Bangla Bengali News Portal