Breaking News

এবার অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে সিবিআই

নিজস্ব সংবাদদাতা :- অভিষেক বন্দোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা | আজ সকাল সাড়ে এগারোটার কিছু সময় পর সিবিআই আধিকারিকরা সাত সদস্যের টিম পৌঁছে গিয়েছে | তাদের মধ্যে রয়েছে ২ জন মহিলা এবং ৫ জন পুরুষ আধিকারিক | প্রায় ১০ মিনিটের বেশি সিবিআইয়ের গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় | উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত সিবিআইয়ের টিম তারা বাইরে অপেক্ষা করেন |পরে তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ মহিলা অফিসার এর টিম তাঁরা হেঁটে ভেতরে যান | উপহার লাক্সারি কমপ্লেক্সের টাওয়ার থ্রি-তে ১৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন মনিকা গম্ভীর| গতকালই অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে নোটিস দেয় সিবিআই | আজ উপহার লাক্সারি কমপ্লেক্সে গিয়ে পৌঁছয় সিবিআইয়ের দল | কয়লা পাচার কাণ্ডে কলকাতা থেকে লন্ডনের একটি একাউন্টে টাকা লেনদেন করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর| অন্যদিকে আগামীকাল সকাল ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা নারুলার সঙ্গে সিবিআই আধিকারিকরা দেখা করবেন | ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সিবিআই আধিকারিকদের চিঠি দিয়ে একথা জানিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *