Breaking News

ফের ধাক্কা, প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা :- ২০১৪ সালের প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট | বিধানসভা ভোটের আগে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আর কোনও সম্ভাবনাই রইল না | ২০১৪ সালের ওই নিয়োগের ক্ষেত্রে আপাতত ৪ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ | অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী | তারই প্রেক্ষিতে এই নির্দেশ |

প্রসঙ্গত,গত ১১ ডিসেম্বর নবান্ন থেকে ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেইমতো ২৩ ডিসেম্বরে জারি হয় বিজ্ঞপ্তি | গত ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া | এরপরই রেকর্ড কম সময়ের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধাতালিকা | নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় | কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে | এদিন আদালত জানিয়ে দিল, এই মামলার নিষ্পত্তি যতদিন না হচ্ছে এই স্থগিতাদেশ থাকবে | চার সপ্তাহ পর ফের শুনানি হবে | মামলাকারীদের বক্তব্য, এমন অনেক প্রার্থীর কাছে নিয়োগপত্র গিয়েছে, যাদের নাম মেধাতালিকাতে ছিল না| এর বাইরেও একাধিক অস্বচ্ছতার অভিযোগ ওঠে এই তালিকা ঘিরে | এরপরই আদালত সবদিক খতিয়ে দেখে নিয়োগে স্থগিতাদেশ দেয় | এর ফলে যাদের কাছে নিয়োগপত্র পৌঁছেছে, সেগুলিও এখন কার্যকর হবে না বলেই জানিয়েছে আদালত। মামলার নিষ্পত্তি হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করতে পারবে পর্ষদ | ভোটের আগে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *