Breaking News

টলিপাড়ার জট খুলতে পারলেন মুখ্যমন্ত্রী?শুটিং জট কাটাতে নবান্নে বৈঠকে প্রসেনজিৎ-দেব

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পরিচালক বনাম টেকনিশিয়ান-ফেডারেশন নিয়ে যে জলঘোলা হয়েছে সোমবার দিনভর, তারই সমাধান সূত্র খুঁজতে নবান্নতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে মঙ্গলবার দুপুর দুপুর পৌঁছে গিয়েছিলেন সকলেই। আর মিটিং শেষ হতেই এবার স্বস্তি ফেরালেন দেব। সুখবর শেয়ার করে নিলেন সাংসদ তথা অভিনেতা । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তোলা এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ধন্যবাদ দিদি। আশা করছি সন্ধ্যের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কাল থেকে শুটিং শুরু করতে পারব। ধন্যবাদ টেকনিশিয়ানস, প্রযোজক, পরিচালক ও স্টেকহোল্ডারদের।নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেব-প্রসেনজিত্‍-গৌতম ঘোষের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। ফের একবার মমতার হস্তক্ষেপেই ফেডারেশন ও পরিচালকদের মধ্যেকার সংঘাতে ইতি টানতে হাল ধরেছেন দেব, প্রসেনজিত্‍ ও গৌতম ঘোষ। অন্যদিকে যে প্রযোজনা সংস্থার ছবি থেকে শুরু সমস্যা। সেই এসভিএফের অফিসে বৈঠকে বসেছেন পরিচালকরা। বিকেলে টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠক ডেকেছে ফেডারেশন অফ টেকনিশিয়ানস অ্যান্ড সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন। তাহলে কি মিটছে সমস্যা? কবে থেকে ফের শুরু হবে শ্যুটিং? দেবের এই পোস্টের পরই আশা দেখছে সকলে। তাহলে নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনও রাস্তা দেখাতে পেরেছেন, যার হাত ধরে নতুন করে সবটা শুরু করা যাবে রাত পোহালেই। তবে কী সেই সিদ্ধান্ত, রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে তা কী হতে চলেছেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *