Breaking News

যাত্রীদের জন্য সুখবর!অগস্টেই মেট্রোর সংখ্যা বাড়ছে নিউ গড়িয়া-রুবি লাইনে,রাত পর্যন্ত চলবে মেট্রো,পরিবর্তন সময়সূচিতে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন করা হয়েছে। বাড়ছে ওই লাইনের মেট্রোর সংখ্যা। আগামী ৫ আগস্ট থেতে ‘ওরেঞ্জ’ লাইনে অতিরিক্ত মেট্রো মিলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ আগস্ট অর্থাৎ সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে। এই লাইনে এখন দৈনিক ৪৮টি মেট্রো চলে। ওই দিন থেকে মোট ৭৪টি মেট্রো (৩৭ আপ ও ৩৭ ডাউন) এই লাইনে চালানো হবে।পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকী শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৯টার বদলে এই রুটে প্রথম মেট্রো মিলবে সকাল আটটায়। দিনের শেষ মেট্রো পরিষেবা বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে মিলবে রাত ৮ টায়। রবিবার দিন কোনও মেট্রো চলবে না।কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘অনেক দিন ধরেই অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানোর জন্য অনুরোধ আসছিল। ওই লাইনে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম বাস। যাত্রীদের সুবিধার জন্যই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *