প্রসেনজিৎ ধর :- কয়লাকাণ্ডে বঙ্গ রাজনীতি তোলপাড় | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং আজ জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে | তারই মধ্যে এবার বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং| উনি তাইল্যান্ডের নাগরিক, সেই পরিচয় লুকোচ্ছেন! এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা-র বিরুদ্ধে অভিযোগ শানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ| সোশ্যাল মিডিয়ায় এক পুরনো ভিডিও পোস্ট করেছেন অর্জুন সিংহ |
যে ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, ‘গত ৩৪ বছর ধরে ওঁর তাইল্যান্ডের পাসপোর্ট রয়েছে|’ গোটা বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর | সোমবার মেনকা গম্ভীরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেছেন মেনকা | আগামিকাল রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর খতিয়ে দেখা হবে কোথায় কটি অ্যাকাউন্ট রয়েছে |সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে | সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি | সিবিআই সূত্রে আরও দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে কলকাতা হয়ে জমা পড়ে তাইল্যান্ডের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে | সিবিআই সূত্রে দাবি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছিল | গোয়েন্দাদের সন্দেহ, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের | সেই আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে প্রশ্ন করতে চান গোয়েন্দারা | সিবিআই সূত্রে খবর, দুই বোনের বয়ানে কতটা সঙ্গতি রয়েছে তার উপর ভিত্তি করে এগোবে কয়লাকাণ্ডের তদন্ত |