Breaking News

দুর্গাপুজোয় এত টাকা ক্লাবকে! আসছে কোথা থেকে?কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোয় অনুদান নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই সংক্রান্ত পুরানো মামলাতেই নতুন করে আবেদন করেন সৌরভ দত্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।এবার ক্লাবগুলিকে পুজোর অনুদান একলাফে ১৫ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার পুজোর অনুদান করা হয়েছে ৮৫ হাজার টাকা। এমনকী বিদ্যুতের ছাড়ও ৬৬ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই যে বিপুল টাকা সেটা কোথা থেকে আসছে? এমনকী বছর বছর এই পুজোর অনুদান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগামী বছর এই পুজোর অনুদান ১ লাখ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সৌরভ দত্ত নামে এক ব্যক্তি ফের এ নিয়ে মামলা করেছেন। এর আগেও তিনি এই অনুদান সম্পর্কিত বিষয় নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। এবারও তিনি সেই মামলায় নতুন করে আবেদন করলেন। মূলত যেটা বলা হচ্ছে যে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে দেখতে হবে। এই বিপুল পরিমাণ অনুদানের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মামলায়। মূলত এই যে বিপুল পরিমাণ টাকা তার উৎস কী সেটা জানতে চাওয়া হয়েছে। হাই কোর্টে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ জানান, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা দেওয়া হচ্ছে না বছরের পর বছর। একইসঙ্গে, রাজ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা-সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না। কিন্তু রাজ্য সরকার বছরের পর বছর দুর্গাপুজোয় অনুদান বাড়িয়ে চলেছে। বিগত বছরগুলিতে অনুদানের টাকা কীভাবে খরচ করেছে ক্লাবগুলি, সেই মর্মে আগে হিসাব দেওয়ার নির্দেশ দিক আদালত। একই সঙ্গে, আইনজীবীর দাবি, বেশ কয়েক বছরে পুজোর অনুদান বেড়েছে। রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্ত করা হোক। কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত করানোর আবেদন করেছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *