Breaking News

স্বপ্নিলের স্বপ্নের নায়ক ধোনি!টিকিট কালেক্টর থেকে অলিম্পিক্স ব্রোঞ্জ,স্বপ্ন সত্যি ধোনি ভক্ত স্বপ্নিলের

দেবরীনা মণ্ডল সাহা :- প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ। স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।এম এস ধোনির ভক্ত যে একজন ক্রিকেটারই হতে হবে, এমন কোনও মানে নেই। তিনি এমন একজন কিংবদন্তি, যিনি প্রেরণা দেন বাকি খেলার চরিত্রদেরও। স্বপ্নিল কুসালে যেমন, তিনি বুধবার অলিম্পিক্সের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টের ফাইনালে তিনি ব্রোঞ্জ জিতেছেন প্যারিসে প্রচারমাধ্যম তাঁকে ঘিরে ধরেছিল। তিনি কোথা থেকে উঠে এসেছেন, তাঁর পরিবারের কথা, তাঁর প্রেরণা কে, এই প্রশ্নে তরুণ শুটার জানিয়েছেন, ‘‘ধোনি আমার পছন্দের ব্যক্তিত্ব। ওঁর মানসিকতা আমাকে বিশেষভাবে টানে। কারণ টেনশনের মুহূর্তে যেভাবে মাথা ঠাণ্ডা রাখে ধোনি, সেটাই আমাকে বরাবর আকর্ষণ করে। আমিও শুটিংয়ের সময় ধোনিকে অনুসরণ করি।’’শুধু তাই নয়, ধোনি যেমন প্রথম জীবনে খড়গপুর স্টেশনের টিকিট কালেক্টর ছিলেন, স্বপ্নিলও তাই। তিনিও মধ্য রেলের টিটি। সেটাও মিডিয়াকে জানান ভারতের এই নামী শুটার। এমনকী স্বপ্নিলের দাদা ও বাবা শিক্ষক হলেও মা ভোপালের গ্রাম পঞ্চায়েত প্রধান।
মনু ভাকের যেমন শুটিংয়ে বাজিমাত করেছেন, তেমনি স্বপ্নিলও নিজের লক্ষ্য পূরণ করলেন। প্রথমে কেউ পাত্তা দিতে চায়নি। বরং তাঁর সতীর্থ ঐশ্বর্য সিং তোমারকে নিয়ে সকলের আশা ছিল। কিন্তু তিনি এদিন প্রাথমিক রাউন্ডে একাদশতম স্থানে শেষ করায়, ফাইনালের টিকিট পাননি। স্বপ্নিল দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতে নজির গড়লেন। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে তিনি পদক তালিকায় ভারতের খাতা খুলেছিলেন।এরপর মনু ভাকর এবং সরবজোত সিং জুটি মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার প্যারিস অলিম্পিকের পদক জয়ীদের তালিকায় যুক্ত হল স্বপ্নিল কুসালের নামও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *