Breaking News

‘জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করুন’,কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :- স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে টুইটারে নির্মলাকে পাঠানো চিঠি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে হবে। নতুবা তিনি বাধ্য হবেন বৃহত্তর আন্দোলনে নামতে।চিঠিতে তিনি লিখেছেন, ‘‘নতুন কর কাঠামোর অন্তর্গত আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারা অনুযায়ী জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। এই ব্যবস্থা জনবিরোধী।’’জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটির এই ব্যবস্থা তাঁকে ‘গভীর ভাবে যন্ত্রণা’ দেয় জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা প্রকল্পের মূল উদ্দেশ্য হল মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তির পরিবারের সাহায্যে এ ধরনের বিমার গুরুত্ব অপরিসীম। তাই নীতিগত ভাবে এ ধরনের বিমার প্রিমিয়াম থেকে কর আদায় করা উচিত নয়।মমতার বক্তব্য, “অসুস্থতা, দুর্ঘটনা, এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার মূল উদ্দেশ্য। এই বিমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে বিমার উপর জিএসটি চাপানো আমনাগরিকের উপর বোঝা বাড়াচ্ছে।” মুখ্যমন্ত্রী বলছে, কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বিমা পলিসি নিতে চাইছেন না। যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *