প্রসেনজিৎ ধর, কলকাতা :-রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা ও তাঁর ভাই। ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। ইডি সূত্রে খবর, ৪টি রাইস মিলের মাধ্যমে ৪৫ কোটি টাকা গরমিল করেছেন দুজনে।ইডি সূত্রে খবর, রেশনের চালের ৪৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ, আনিসুর রহমান নিজের পরিবারের সদস্যদের নিকট বন্ধুদের চাষি দেখিয়ে পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাত করেছেন। ধান কেনার ভুয়ো নথি তৈরি করত। এরপর সেই নথি সরকারের কাছে সেই টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থায়। এই বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই হাতে পেয়েছেন ইডি গোয়েন্দারা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু টাকার সন্ধান তাঁরা পাচ্ছেন।এখনও পর্যন্ত চারটি মিলের খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তার মধ্যে তিনটি রাইসমিল। দুটিতে আটা উৎপাদন করা হত। উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবারই রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি।দেগঙ্গায় আলিফের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি চলে। ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি , বেশ কিছু নথি ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে আসে। এরপরই জেরার জন্য আনিসুর রহমান ও আলিফ নুরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। তারপরই গ্রেফতার দুই ভাই।ইডির আরও দাবি, জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের ৪৫ কোটি টাকা হাতানো হয়। পরে আবার সেই টাকা আনিসুররা জ্যোতপ্রিয়র তিনটি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার কবলেই জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ৪৫ কোটির মধ্যে ১৬ কোটি টাকা ভুয়ো কৃষকদের মাধ্যমে টাকা তোলা হয়েছিল। এছাড়া ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা পাওয়া গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal