নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- হু করে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। তারই প্রতিবাদে অভিনব বিক্ষোভ গেরুয়া শিবিরের। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউটের পাশাপাশি বিধানসভার গেটে প্রতীকী সবজি বিক্রি করে পদ্ম-শিবির। শুধু তাই নয়, ১০ টাকা দরে আলু বিক্রি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার গেটে বিজেপির সবজির বাজারে আলুওয়ালা শুভেন্দু | শুক্রবার ভরদুপুরে এমনই আজব দৃশ্য দেখা গেল বিধানসভা ভবনের মেইন গেট চত্বরে । হাতে সাদা কাগজের থালায় লেখা স্লোগান, গলায় ঝোলানো প্ল্যাকার্ড নিয়ে বিজেপির দোকানদার বিধায়কেরা হাজির হয়ে গিয়েছিলেন তাঁদের মিনি সবজি মার্কেটে।মার্কেট বলতে দুটো টেবিল, তার উপরে রাখা কিছু সবজি এবং আলুর প্যাকেট। ১০ টাকা কেজি দরে আলুও বিক্রি করেন তাঁরা। বিধানসভা চত্বরে মিছিল করে মুখে ২০-এর ঘরের নামতার নয়া সংস্করণ নিয়ে আজ বিক্ষোভ দেখালেন শুভেন্দুরা।এদিন শুভেন্দুই প্রথম শুরু করেন এই নামতা বলা। “২০ এক্কে পাউচ, ২০ দু’গুণে আলু, তিন ২০ টমেটো, পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি!”- এই ছিল ২০ এর ঘরের নামতার শুভেন্দুময় সংস্করণ। তার সঙ্গে তাল মিলিয়ে বিজেপি বিধায়করা স্লোগান দেন, “এত দাম খাব কী, মমতা যাবে কি”? হাতে আলুর প্যাকেট ধরে মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ, “চাষিরা দাম পাচ্ছেন না অথচ মানুষ বাজারে সবজি কিনতে পারছেন না। কারণ, মাঝে ফড়েরা দালালি করছে। এই কারণেই ফসলের দাম বৃদ্ধি।” এই বিক্ষোভের জোরাল বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,”মূল্যবৃদ্ধির খবর জানামাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন। এখন বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবু প্রচারের জন্য বিরোধীরা এসব নাটক করছে।”