Breaking News

‘টালবাহানা বন্ধ করে ত্রুটি মেটান’,নিট ইউজি-র চূড়ান্ত রায়ে NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

দেবরীনা মণ্ডল সাহা :-নিট প্রশ্ন ফাঁস নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে NEET-UG 2024 প্রশ্ন ফাঁস কোন পদ্ধতিগত ব্যর্থতা নয়। আদালত বলেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা বড় পরিসরে হয়নি। ফাঁসের বিষয়টি শুধু পাটনা ও হাজারীবাগেই সীমাবদ্ধ ছিল। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আর পরীক্ষা নেওয়া হবে না।গত ৫ মে NEET-UG পরীক্ষা হয়। ফল প্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।বিরোধী শিবির তথা পড়ুয়াদের একাংশের দাবি ছিল, ৫ মের পরীক্ষা বাতিল করে ফের নিটের ব্যবস্থা করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, পরীক্ষা বাতিল বা নতুন করে পরীক্ষা নেওয়া হবে না। কেন সেই সিদ্ধান্ত, এদিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানাল, নিটে ব্যাপক হারে প্রশ্নফাঁস হয়েছে তেমন কোনও প্রমাণ মেলেনি। গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছ্বতা প্রভাবিত হয়েছে, সেটা বলার মতোও প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএর খামতিগুলোও তুলে ধরেছে শীর্ষ আদালত।নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক অব্যাহত। কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানায়, কোনও পদ্ধতিগত ত্রুটির কারণে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) | কোন কোন ক্ষেত্রে NTA-র পদ্ধতিগত সমস্যা রয়েছে, কী ভাবে সেগুলি শুধরে নেওয়া সম্ভব, তা বিস্তারিত জানানোর জন্য সংশ্লিষ্ট প্যানেলটিকে ডেডলাইন ধার্য করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে এই প্যানেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *