প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনের আগে আরও একবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানে কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, দুর্নীতি-একাধিক ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদী | ভোটের আগে নয়া স্লোগান লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস ‘বাংলা নিজের মেয়েকে চায় |’ সোমবার হুগলির সভা থেকে সেই স্লোগানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী | মোদী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার | বাংলার গ্রামের দেড়-দু’কোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা | কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর |
নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পের দরুণ রাজ্যকে ১৭০০ কোটি টাকা দিয়েছে | কিন্তু রাজ্য মোটে ৬০৯ কোটি টাকা খরচ করেছে | বাকি টাকা সরকার আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি | এর পরই প্রধানমন্ত্রীর প্রশ্ন, “বাংলার মেয়েরা কেন বিশুদ্ধ জল পাওয়া থেকে বঞ্চিত হবে? বাংলার মেয়েদের কি বিশুদ্ধ জল পাওয়ার অধিকার নেই?” রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করে মোদী বলেন, “বাংলার মেয়েরা কেন নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে?” রাজ্য সরকার কাটমানি কালচার চলছে বলেও অভিযোগ করলেন নরেন্দ্র মোদী | এরপরই প্রধানমন্ত্রীর আশ্বাস, “বিজেপি এমন সোনার বাংলা গড়বে, যেখানে কোনও কাটমানি দিতে হবে না | কাউকে তুষ্ট করতে হবে না |” এদিন মঞ্চ থেকে হুগলির পূর্ব গরিমা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি |