Breaking News

তৃণমূল সরকার গরিব মানুষকে পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে না, অভিযোগ মোদীর,’বিজেপি এমন সোনার বাংলা গড়বে, যেখানে কোনও কাটমানি দিতে হবে না’ হুগলির ডানলপে বললেন মোদী

প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনের আগে আরও একবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানে কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, দুর্নীতি-একাধিক ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদী | ভোটের আগে নয়া স্লোগান লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস ‘বাংলা নিজের মেয়েকে চায় |’ সোমবার হুগলির সভা থেকে সেই স্লোগানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী | মোদী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার | বাংলার গ্রামের দেড়-দু’কোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা | কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর |

নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পের দরুণ রাজ্যকে ১৭০০ কোটি টাকা দিয়েছে | কিন্তু রাজ্য মোটে ৬০৯ কোটি টাকা খরচ করেছে | বাকি টাকা সরকার আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি | এর পরই প্রধানমন্ত্রীর প্রশ্ন, “বাংলার মেয়েরা কেন বিশুদ্ধ জল পাওয়া থেকে বঞ্চিত হবে? বাংলার মেয়েদের কি বিশুদ্ধ জল পাওয়ার অধিকার নেই?” রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করে মোদী বলেন, “বাংলার মেয়েরা কেন নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে?” রাজ্য সরকার কাটমানি কালচার চলছে বলেও অভিযোগ করলেন নরেন্দ্র মোদী | এরপরই প্রধানমন্ত্রীর আশ্বাস, “বিজেপি এমন সোনার বাংলা গড়বে, যেখানে কোনও কাটমানি দিতে হবে না | কাউকে তুষ্ট করতে হবে না |” এদিন মঞ্চ থেকে হুগলির পূর্ব গরিমা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *