Breaking News

নারী-নিরাপত্তায় বড় ঘোষণা!কর্মরত মেয়েদের জন্য এবার মমতার ‘রাত্তিরের সাথী’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কাণ্ড নিয়ে ক্ষোভ বাড়ছে, তার সঙ্গে বাড়ছে রাজ্য সরকারের ওপর চাপ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত উঠে গেছে। এই অবস্থায় শনিবার নবান্নে নারী নিরাপত্তার বিষয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের বিশেষ করে যারা নাইট ডিউটি করেন তাঁদের নিরাপত্তায় আরও জোর দিচ্ছে নবান্ন। ইতিমধ্যে বিশেষ মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হাসপাতালে যে মহিলারা নাইট সিফট করেন তাদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে মেয়েদের জন্য আলাদা রেস্ট রুম, টয়লেট। এনিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় নির্দেশিকা প্রয়োজনীয় জায়গায় চলে যাবে। প্রাইভেটে সিকিউরিটি গার্ড থাকবে, সিসিটিভিকে মুড়ে ফেলা হবে। তৈরি করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ ‘রাত্তিরের সাথী’। এতে থাকছে অ্যালার্ম ব্যবস্থা। চালু করা হচ্ছে ১০০/১১২ নম্বরের হেল্পলাইন। ওই অ্যাপের যোগাযোগ থাকবে স্থানীয় থানার সঙ্গে। প্রতিটি হাসপাতালে থাকবে ব্রিদ অ্যানালাইজার টেস্ট ব্যবস্থা। বিশাখা কমিটি থাকতেই হবে। জোড়ায় জোড়ায় কাজ করার উপরে গুরুত্ব দেওয়া হবে। মহিলাদের রাতের ডিউটি যাতে কম দেওয়া যায় তা দেখার চেষ্টা হবে। আইডি কার্ড পরে থাকতে হবে। প্রাইভেট হাসপাতালেও এই প্রটোকল মেনে চলতে হবে।রাত্রে পুলিস প্যাট্রলিং থাকবে পানীয় জলের পর্যাপ্ত ব্য়বস্থা থাকবে। কাজের সময় ১২ ঘণ্টার বেশি বাড়ানো হবে না। যেখানে সম্ভব নাইট ডিউটি থেকে মহিলাদের দূরে রাখার চেষ্টা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *