Breaking News

প্রতিবাদে এক হল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান!খেলার মাঠে আজ একটাই স্লোগান, ‘তুমি আমি একই স্বর, জাস্টিস ফর আরজি কর’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যুবভারতী চত্বরে প্রতিবাদে এক হয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান ক্লাবের ফুটবল সমর্থকরা। একযোগে সকলের গলায় একই স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। তবে আজ সমর্থকরা একযোগে প্রতিবাদে। বেশ কিছু সমর্থককে আটক করেছিল পুলিশ। আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল। নিরাপত্তার কারণে যখন শেষপর্যন্ত বাতিল হয়ে গেল ডার্বি, তখন প্রতিবাদের সিদ্ধান্তে অনড় মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। অশান্তির আশঙ্কায় যুবভারতীর বাইরে ১৬৩ ধারা জারি করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিস। কিন্তু প্রতিবাদ থামানো গেল না।এদিন বিকেলে পুলিসের নিষেধাজ্ঞা উড়িয়েই যুবভারতীর সামনে জমায়েত করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। বিভিন্ন দিকে রীতিমতো মিছিল করে যুবভারতীর দিকে আসতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর পুলিস যখন জমায়েত সরানোর চেষ্টা করেন, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিসের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে বিক্ষোভকারীদের। আটক করা হয় বেশ কয়েকজনকে।সমর্থকরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার দাবি তুলে ডার্বি বাতিল করা হয়, তা হলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন? এর থেকে কম পুলিশে তো ডার্বি হয়ে যেত।ইস্টবেঙ্গল মোহনবাগান এর সঙ্গে মহামেডান পতাকা নিয়েই আরজি কাণ্ডের প্রতিবাদ করেছেন তারা। সব দলের সমর্থকদের দাবি, ম‍্যাচ দেখতে এসেও শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতেন তারা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হল ম‍্যাচ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *