দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টও নড়েচড়ে বসেছে। সর্বোচ্চ আদালতও বলছে, এমন নৃশংস ঘটনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির নির্ভয়া কাণ্ডকে।এবার পথে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি গতকাল রাত থেকেই তাঁর সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইলগুলি রয়েছে, সেগুলিকে কালো করে নীরব প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর হোয়াটসঅ্যাপের ডিপিও কালো। এমনকী মহারাজের স্ত্রী ডোনা ও কন্যা সানার ডিপিও কালো করা রয়েছে। তাঁরাও যে এই ঘটনায় দোষীদের শাস্তি নিয়ে জোরালো দাবি জানাচ্ছেন, সেটিও মনে করা হচ্ছে।আগামী বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বড়িষা থেকে মিছিলে পা মেলাবেন দুজন।ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। মহিলাদের বিরুদ্ধে বর্বরতা বিরুদ্ধে সরব হয়ে ওঠার দাবি জানিয়েছেন তিনি। কলকাতার নৃত্যশিল্পীদের একত্রিত হওয়ার ডাক দিয়ে আগামী বুধবার মিছিল করবেন তাঁরা। ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেখানে থাকবেন সৌরভও। বড়িষা প্লেয়ার কর্নারে জমায়েত হবেন সকলে, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষামঞ্জরীর সামনে এসে থামবে এই মিছিল। প্রতিবাদ মিছিলে সকলকে কালো পোশাক পরে আসার কথা জানানো হয়েছে।তিলোত্তমার বিচার চেয়ে এবার নৃত্যশিল্পীদের নিয়ে পথে হাঁটবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১ অগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায়। আর শোনা যাচ্ছে সেই মিছিলেই পা মেলাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াতে, বাংলার মেয়ের বিচার চাইতে, টলিপাড়ার শিল্পীরাও নেমেছিলেন পথে, পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও। বিনোদন জগতের বিভিন্ন বিভাগ পথে নেমে চিৎকার করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই প্রতিবাদে সামিল হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।