দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। ঘটনার ষোলোদিন পরেও আন্দোলনে আঁচ প্রায় একইরকম। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।পুজোর আগে দলকে রাস্তায় রাখতে চেয়ে আগামী এক সপ্তাহে কী কী কর্মসূচি নেবে দল তা রবিবার শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে ঘোষণা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শ্যামবাজারে পাঁচ দিনের ধর্নার শেষ দিনে সুকান্তের ঘোষণা বুধবার থেকে ফের ধর্নায় বসবে দল। এবার স্থান হিসাবে বাছা হবে ধর্মতলাকে। পুলিশের অনুমতি না মিললে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও শুনিয়ে রাখলেন সুকান্ত। তিনি বলেন, ‘‘ যত দিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন তত দিন আমরা ধর্না চালিয়ে যাব। প্রয়োজনে আদালতের থেকে অনুমতি আদায় করে ধর্নায় বসব।’’তবে শুধু কলকাতা কেন্দ্রিক আন্দোলন না করে বিজেপি চাইছে আরজি কর-কাণ্ড নিয়ে রাজ্যের সব শহর ও গ্রামাঞ্চলেও প্রতিবাদ ছড়িয়ে পড়ুক। তবে আগামী মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযানে যে দলের সমর্থন রয়েছে তা স্পষ্ট করে ওই দিন কোনও কর্মসূচি নেই বিজেপির।আরজি কর কাণ্ডে প্রতিবাদে পথে বিজেপি। এদিন ধরনামঞ্চ থেকেই সুকান্ত বলেন, ‘মুখ্যমন্ত্রী, আর কতদিন পদ আঁকড়ে বসে থাকবেন! আপনাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনি যদি ভাবেন চুপ করে গর্তে বসে থাকব, কিছু করব না। পুজো আসবে, বাংলার মানুষ ভুলে যাবে, বিজেপি ভুলে যাবে। বিজেপি ভুলবে না, বিজেপির আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। বাংলার মানুষ বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।
Hindustan TV Bangla Bengali News Portal