Breaking News

আরজি কর-কাণ্ডের আবহেই নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোদীর!অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার বার্তা রাজ্যকে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই আবহে নারীসুরক্ষা নিয়ে সওয়াল করলেন নরেন্দ্র মোদী। রবিবার মুম্বইয়ের জলগাঁও জেলায় লাখপতি দিদি সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় দেশের সকল নারীদের উপর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।”রবিবার ‘লাখপতি দিদি সম্মেলনে’ মোদী বলেন, “আমি প্রতিটি রাজ্য সরকারকে আরও এক বার বলতে চাই যে, মেয়েদের উপর অপরাধের ঘটনা মেনে নেওয়া যায় না।” একই সঙ্গে তাঁর সংযোজন, “কে অপরাধী, সেটা বড় বিষয় নয়। কিন্তু তারা যেন ছাড় না পায়।” মোদী জানান, মহিলাদের উপর যারা অত্যাচার করছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আইন আরও কঠোর করছে কেন্দ্র। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নারীসুরক্ষা নিয়ে সওয়াল করলেন মোদীও। ধর্ষণ রুখতে কড়া আইন আনার আর্জি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই বিষয় নিয়েও চিঠিতে সওয়াল করেন মমতা।প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ পর্যন্ত ২৫,০০০ কোটি ঋণ দেওয়া হয়েছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। আর গত ১০ বছরে ওই একই ক্ষেত্রে দেওয়া হয়েছে ৯ লক্ষ কোটি ঋণ। উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। তদন্ত করছে সিবিআই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *