দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সঞ্জয় বশিষ্ঠের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই। প্রায় পৌনে ৩টের সময় সঞ্জয়ের বাড়িতে ঢোকে সিবিআই। তারপরে টানা তল্লাশি করা হয়। অবশেষে তল্লাশি সেরে আরজি করের প্রাক্তন সুপারের ট্যাংরার ফ্ল্যাট থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, সঞ্জয় বশিষ্ঠকে আর্থিক তছরূপ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, এরপর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা।এর আগে আর জি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে তাঁর এন্টালির বাড়ি থেকে বেরিয়ে অন্য একটি বাড়িতে গেল সিবিআই। এন্টালির বাড়িতে সকাল থেকে সিবিআই তল্লাশি চালিয়েছে। কয়েক ঘণ্টা তল্লাশির পর দুপুরে সঞ্জয় বাড়ি থেকে বেরোন এবং ব্যক্তিগত গাড়িতে ওঠেন। তাঁর পিছনে অন্য গাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকেরাও। প্রসঙ্গত, আর জি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তও হাতে পেয়েছে সিবিআই। সেই দায়িত্ব হাতে পেয়েই এফআইআর রুজু করে সিবিআই। আর এরপরই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় হানা দিয়েছে সিবিআই।সন্দীপ ঘোষের বাড়ি ছাড়াও ফরেন্সির মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়ি, এন্টালিতে রয়েছে আরজি হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট। সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। এছাড়া, হাওড়ার একটি জায়গায় বিপ্লব সিং নামের এক ব্যক্তির বাড়িতে গিয়েছিল সিবিআই। সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে তল্লাশি করা শেষ, আপাতত সেখান থেকে বেরিয়ে গিয়েছে সিবিআই।