প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচার চাওয়ার পাশাপাশি, নানা মহলে অভিযোগ উঠছে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও। এবার প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিশিষ্ট শিক্ষক ও লেখক পরিমল দে।
রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার থেকে দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে। ২০১৯ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে তাঁর হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দল মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট পরিমল দে। এদিন প্রকাশ্যে ঘোষণা করে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরত দেওয়ার ঘোষণা করেন তিনি। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন।আরজি কর হাসপাতালের ঘটনায় আসল দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রীতিমতো আন্দোলন চলছে সমাজের সমস্ত স্তরে। প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ মিছিল চলছে প্রায় রোজই। চলছে চিকিৎসকদের কর্মবিরতিও। প্রায় প্রতিদিন কোনও না কোনও দুর্গাপুজো কমিটি ঘোষণা করছে, পুজোর অনুদান নেবে না তারা। এই পরিস্থিতিতে এবার বড় পদক্ষেপ করলেন পরিমল দে। জানালেন, এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় তিনি অসন্তুষ্ট। প্রকাশ্যে ঘোষণা করলেন রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরত দেওয়ার কথা।