নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের পর এবার একই আশঙ্কা প্রকাশ করা হল রাজ্য পুলিশের পক্ষ থেকে৷ এমনকি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ ওই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ নবান্ন চত্বরে কোনও রকম জমায়েত বা অভিযানের জন্য অনুমতি প্রয়োজন হয়। তবে ২৭ তারিখের সেই অভিযানের জন্য কেউ পুলিশের কাছে কোনও অনুমতিই চায়নি বলে জানালেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা। আগামীকাল নবান্ন অভিযান উপলক্ষে এদিন সাংবাদিক বৈঠক করে পুলিশ। সেখানে তিনি বলেন, ‘যেহেতু অনুমতি নেওয়াই হয়নি, তাই এই কর্মসূচি আইনত বৈধ নয়। কারণ নবান্ন সংরক্ষিত জায়গা। এখানে যে কোনও কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়, কেউ অনুমতি নেয়নি। ফলে এটা বেআইনি। তারা অন্য কোথাও জমায়েত করলে আমরা সাহায্য করব। তবে নবান্নে নয়।’ওই বৈঠকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানের। কিন্তু ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও সংগঠনই নেই। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই নামে কোনও সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো কর হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।’ তিনি এদিন আরও বলেন, ‘কিছু লোক গন্ডগোল করে ফায়দা তোলার চেষ্টা করছে। কালকের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে কেউ কেউ এসব করার চেষ্টা করবে।’