Breaking News

নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি!নবান্ন অভিযানে আক্রান্তদের জন্য চালু হেল্পলাইন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷পাশাপাশি, আজকের অভিযানে আক্রান্তদের জন্য হেল্প লাইন ও মেডিক্যাল ডেস্ক চালু করছে বিজেপি। আক্রান্তদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।আগামী ৩০ আগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও করা হবে। আগামী ২ সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলাশাসকের দপ্তর দিনভর ধরনা দেবেন বিজেপি কর্মী-সমর্থকরা। ৪ সেপ্টেম্বরের বদলে ৬ সেপ্টেম্বর ১২টা থেকে ২টা পর্যন্ত দুঘণ্টার চাক্কা জ্যাম।”
এদিন সুকান্তবাবু বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলের ওপরে কেন পুলিশ লাঠি চালাল? কেন কাঁদানে গ্যাস ছুড়ল? এমনকী মহিলা, বয়স্করাও ছাড় পায়নি। কোথাও পুলিশ লাঠি চালানোর আগে কেউ পাথর ছোড়েনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে এরকম অভিযোগও আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি। এটা কী ধরণের আচরণ? বেকার যুবক – যুবতীরা কি বাংলায় জন্ম নিয়ে কোনও ভুল করেছেন? যে মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় থাকতে এত দমন পীড়ন করতে হয় তার আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে। বাংলার গণতন্ত্র, স্বাধীনতা, সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন।’এর পর বনধের ডাক দিয়ে তিনি বলেন, ‘আগামিকাল বিজেপির ডাকে ১২ ঘণ্টার সাধারণ বনধের ডাক দিচ্ছি। শুধু বিজেপি কর্মীরা নন, সাধারণ মানুষের কাছে আমার আবেদন। ভেবে দেখুন, আজ আপনার পাশের বাড়ির ছেলের ওপর লাঠি চার্জ হয়েছে, কাল আপনার ছেলের ওপর হতে পারে। আজ পাশের বাড়ির ছেলের চাকরি বিক্রি করে দিয়েছে তৃণমূল নেতারা, কাল আপনার ছেলে চাকরি বিক্রি হবে। আজ আরজি করের বোনটি যেমন অত্যাচারিত হয়েছে কাল আপনার বাড়ির মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটতে পারে। তাই এই বনধকে সর্বাত্মক করুন। এটা স্বৈরাচারী স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বনধ।’
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণও খুন কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বিজেপির অভিযোগ, ছাত্র সমাজের স্বতস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়েছে তৃণমূল। তাই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছে। এরই প্রতিবাদে আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *