দেবরীনা মণ্ডল সাহা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই জিজ্ঞাসাবাদের আগেই ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর, বেলা ১১ টার কিছু পরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ১৮৮এ, হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে | নবান্ন যাওয়ার পথে সেখানে ঢোকেন তিনি |মিনিট দশেক ছিলেন | বেরনোর সময় তাঁর সঙ্গে দেখা যায় অভিষেক কন্যাকে |তার পরেই সিবিআইয়ের গাড়ি এসে পৌঁছয় সেখানে | ঘড়িতে তখন ঠিক ১১ টা ৩৬ | রুজিরাকে কয়লা কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই-এর অধিকারিকরা |রুজিরাকে জেরা করতে আইনজীবী-সহ ‘শান্তিনিকেতন’-এ সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ মোট ৯ জন আধিকারিক রয়েছেন বলে সূত্রের খবর | এর মধ্যে রয়েছে আইনি উপদেষ্টা দল (লিগ্যাল অ্যাডভাইসরি টিম)-এর ৩ আইনজীবী| তাঁদের মধ্যে ২ জন দিল্লির এবং ১ জন কলকাতার | অতিরিক্ত সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে সিবিআইয়ের ৬ জন অফিসার থাকার কথা | এর মধ্যে ২ জন মহিলা | রুজিরার বয়ান ভিডিয়ো রেকর্ড করা হবে বলেও সূত্রের খবর | সিবিআইয়ের অভিযোগ, কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে | এ ব্যাপারে রুজিরার বয়ান চান তাঁরা | রুজিরার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তা স্পষ্ট ভাবে জানাননি কেন্দ্রীয় গোয়েন্দারা | রাজনৈতিক মহলের ধারণা, পারিবারিক সম্পর্কের কারণেই এমন গুরুত্বপূর্ণ সময়ে অভিষেকের বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়|এমনকি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকতে পারেন বলেই ওয়াকিবহাল মহলের ধারণা |