প্রসেনজিৎ ধর :- বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হল হরিয়ানায় ৷ ঘটনায় চরখি দাদরি জেলার পুলিশ এক নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে,এমনটাই দাবি পুলিশের। শনিবার পুলিশের এক আধিকারিকের মতে, সাবির মালিককে গত ২৭ অগস্ট পিটিয়ে খুন করা হয়। ওই পুলিশ আধিকারিকের আরও দাবি, গরুর মাংস খেয়েছেন এই সন্দেহেই ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হয়|পুলিশ সূত্রে জানা গেছে, সাবিরকে কিছু খালি বোতল বিক্রির কথা বলে একটি দোকানে ডেকেছিল মূল অভিযুক্ত। তারপরই তাঁকে মারধর করা শুরু করে। সেই সময় অভিযুক্তর সঙ্গে যোগ দেয় আরও ৪ জন। তাদের মধ্যেই দুজন নাবালক ছিল। তবে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা সকলে সাবিরকে নিয়ে অন্যত্র চলে যায়। তারপর সেখানে তাঁকে ব্যাপক পেটানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা হল অভিষেক, মোহিত, রবিন্দর, কামালজিৎ এবং সাহিল। হরিয়ানার এ ঘটনায় অনেকেই প্রায় এক দশক আগের উত্তরপ্রদেশের দাদরিতে আখলাক হত্যাকাণ্ডের ছায়া দেখছেন অনেকে। এদিকে মৃতর পরিবারের দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও হরিয়ানা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি প্রথমে। তবে এখন ৫ জন গ্রেফতার হওয়ার খবরে তাঁদের আশা, উপযুক্ত শাস্তি হবে। এর আগে ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গরু মাংস খাওয়ার অভিযোগে আখলাক নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। পরে জানা যায়, গুজবে কান দিয়ে উন্মত্ত জনতা তাঁকে পিটিয়ে মেরে ফেলে। হরিয়ানাতেও সেই একই ছায়া দেখছেন অনেকে। সাম্প্রতিক এই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেছেন, এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। কখনই এমন ঘটনা ঘটা উচিত নয়।