দেবরীনা মণ্ডল সাহা :- মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কোনও মানে নেই। এমনটাই মনে করেন তৃণমূল সাংসদ দেব। আরজি কর কাণ্ডের প্রতিবাদে নিজের এই মনোভাবের কথা জানালেন তৃণমূল সাংসদ দেব। ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস যন্ত্র উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরজি করের ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন দেব। জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। ধর্ষণ আটকাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সর্বদল বৈঠকে বসা উচিত বলে মনে করেন তিনি।দেবকে আরজি কর আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ‘‘আরজি করে যা হয়েছে খুবই দুঃখজনক, নিন্দনীয়। তার প্রতিবাদ করাই উচিত। সাধারণ মানুষ সেই আবেগ থেকেই পথে নেমেছেন। আমাদের নিশ্চিত করতে হবে, আর কারও সঙ্গে যেন এমন না হয়। ধর্ষকেরা এই অপরাধ করার আগে যেন ভয় পায়। এটা তো শুধু বাংলা বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা সারা দেশের বিষয়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।’’আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের কথাও তুলে এনেছেন দেব তাতে বেশ কিছুটা অবাক হয়েছেন উপস্থিত দর্শকরা। রাজ্যের এই দুই প্রকল্পের সঙ্গে দেব অবশ্য কেন্দ্রের ‘বেটি বাঁচাও’ প্রকল্পের উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার ডাক দেন।