প্রসেনজিৎ ধর,কলকাতা:-আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফিরিয়েছিলেন পুরস্কার, এবার সরকারি ‘পদ’ থেকে ইস্তফা দিলেন শিল্পী সনাতন দিন্দা। বৃহস্পতিবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শিল্পী। নিজের ফেসবুক পেজে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন একথা।এদিন নিজের ফেসবুকের পাতায় সনাতন লেখেন, ‘‘আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা , বোন নিহত ‘ তিলোত্তমা’দিন্ডা । আদি নীবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম । দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না । তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম ।’’ উল্লেখ্য, ২০১১ সাল থেকে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য ছিলেন সনাতন দিন্দা। নিজের ইস্তফা প্রসঙ্গে সনাতন জানালেন, এদিন পর্ষদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানিয়েছি। ইমেল বা অন্য কোনও পদ্ধতি অবলম্বন করতে চাইনি। তার প্রয়োজনীয়তাও আছে বলে মনে করছি না। সরকারের থেকে কোনও সাহায্যও আগামী দিনে নিতে চাই না।’
Hindustan TV Bangla Bengali News Portal