অভিষেক সাহা, মালদহ :- মালদহের চাঁচলে মতিহার পুর বাজার চত্বর আলোকিত করতে বসানো হয়েছিল উচ্চ বাতিস্তম্ভ | বিধায়কের সেই বাতি স্তম্ভের উন্মোচন করার আগেই সেই বাতিস্তম্ভের ফলক ভেঙ্গে ফেলে অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে | জানা গেছে,চাঁচল ১ নং ব্লকের মতিহার পুর বাজার চত্বর আলোকিত করার জন্য এলাকার কংগ্রেসের বিধায়ক আসিফ মেহেবুব এর উদ্যোগে বাজার চত্বরে একটি উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয় | বাতি স্তম্ভের নিচে বসানো হয় একটি ফলক | সেই ফলকে নাম রয়েছে এলাকার বিধায়ক আসিফ মেহেবুবের | অভিযোগ, মঙ্গলবার বিধায়কের হাত দিয়ে ওই বাতিস্তম্ভের উদ্বোধন করার কথা ছিল কিন্তু তার আগেই রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই বাতিস্তম্ভের ফলক ভেঙে দেয় বলে অভিযোগ |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকারই কিছু দুষ্কৃতীরা সেই বাতিস্তভের ফলক ভাঙ্গে এবং বাধা দিতে গেলে আমাদের উপর চড়াও হয় বলে অভিযোগ | এ বিষয়ে বিধায়ক আসিফ মেহেবুব জানান, “মতিহার পুর বাজার চত্বর আলোকিত করার জন্য বিওপি ফান্ড থেকে দু লক্ষ টাকা ব্যয়ে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল | কিন্তু গতকাল রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই বাতিস্তম্ভের ফলকটি ভেঙে ফেলে | আমি বিষয়টি নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি | এছাড়াও বিষয়টি নিয়ে আমি জেলাশাসক ও রাজ্যসভার স্পিকার কে বিষয়টি জানাব”বলেও জানান তিনি | যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে চাঁচল ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী | তিনি জানান, এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন,এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের বিশ্বাস করে না |