পার্থ মুখার্জী,পশ্চিম মেদিনীপুর :- ফের পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তৃণমূল সূত্রে খবর, আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের মহকুমা সদর ঘাটালে তিনি ‘দিদির দূত’ কর্মসূচিতে অংশ নেবেন | ঘাটাল শহরে ৪৫ মিনিটের রোড শো হওয়ার কথা রয়েছে তাঁর | বিজেপির পরিবর্তন যাত্রার ‘জবাবে’ জেলায় জেলায় ‘দিদির দূত’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল | বিধানসভা নির্বাচন সামনে রেখে এই জনসংযোগ অভিযানের নেতৃত্বে রয়েছেন যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ঘুরে গিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা | রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, রুদ্রনীল ঘোষ অংশ নিয়েছিলেন যাত্রায় | আর এইবার পশ্চিম মেদিনীপুর জেলায় আসছে ‘দিদির দূত’ | দলের তরফে জানানো হয়েছে, অভিষেক আগামী ২৭ ফেব্রুয়ারি ঘাটাল শহরে রোড শো করবেন | দুপুর ১টায় হেলিকপ্টারে আসার কথা রয়েছে অভিষেকের |
জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক আছে ২৭ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ঘাটালে। ঘাটাল শহরে ৪৫ মিনিটের রোড শো হবে | সে বিষয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি একটি বৈঠক ডাকা হয়েছে |” ফের শুভেন্দুর খাস তালুকে রোড শো করতে যাচ্ছেন অভিষেক | রাজনৈতিক মহলের মতে, ২৭ তারিখ মেদিনীপুরের মাটিতে তৃণমূলের এই শক্তি পরীক্ষায় নজর থাকবে সব পক্ষেরই | এদিকে, অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনকে টার্গেট করে এগোচ্ছে শাসক দলও |গেরুয়া শিবিরের চাপে রাখতে তাই দিদির দূত নিয়ে হাজির হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পরবর্তী সময়ে খড়গপুর এবং মেদিনীপুর শহরে ‘দিদির দূত’-এর রোড শো হবে | সেখানেও অভিষেক নেতৃত্ব দেবেন |