দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিকিৎসকদের লাগাতার চাপের মুখে অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার তাঁকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সন্দীপ ঘোষকে চিঠি দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেই খবর।আরজি করের ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায়ের। ওদিকে সন্দীপ ও তাঁর সহকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওপর লাগাতার চাপ বাড়াতে থাকেন চিকিৎসকরা। যার জেরে সন্দীপ ঘোষকে শো-কজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তাঁর বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে শো-কজে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। জবাব দিতে না পারলে বা কাউন্সিল জবাবে সন্তুষ্ট না হলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে বলে জানানো হয়েছে ওই নোটিশে। নোটিশ সন্দীপবাবুর বেলেঘাটার বাড়িতে পৌঁছেছে বলে জানা গিয়েছে।এছাড়া কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক অভীক দে, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও চিকিৎসক মুস্তাফিজুর রহমানকেও। কাউন্সিলের কোনও বৈঠকে যোগদান করতে পারবেন না তাঁরা। এদের মধ্যে মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন। যে ক্ষমতাবলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন খারিজ করে দেওয়ার হুমকি দিতেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal