প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষের আরও ২টি ফ্ল্যাটের খোঁজ পেল সিবিআই। বেলেঘাটার বাড়ির কাছেই একটি আবাসনে সন্দীপ ঘোষের ২টি ফ্ল্যাট রয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। সঙ্গে আবাসনের গ্যারাজে পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বিলাসবহুল একটি গাড়ি। আরজি কর মেডিক্যালে দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। বেলেঘাটায় সন্দীপ ঘোষের আবাসনের কেয়ারটেকার বিনোদ দাস বলছেন, ‘এখানে খুব কম আসতেন স্যার। বেশি আসতেন না। মা খুব আসতেন। তারপরে চলে যেতেন। তিন-চার মাস কেউ আসেননি।’কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P-18/A, CIT রোডের ঠিকানায় একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। দুটিরই মালিক সন্দীপ ঘোষ | এছাড়া আবাসনের গ্যারাজে রয়েছে সন্দীপ ঘোষের নামে কেনা একটি বিলাসবহুল গাড়ি। তথ্য বলছে, ২০২২ সালের ২৭ জুন গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে সন্দীপ ঘোষের নামে। কিস্তিতে গাড়িটি কিনেছেন সন্দীপবাবু। সেভেন সিটার মহেন্দ্র XUV 700 মডেলের গাড়িটির ক্রয়মূল্য প্রায় ২১ লক্ষ টাকা।