Breaking News

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্নায় বসতে চলেছেন আনিস খানের বাবা!সবুজ সংকেত কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি করে ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন আনিস খানের বাবা সালেম খান| ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাঁরা। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁদের সেই অনুমতি দেন। যুবক আনিস খানের মৃত্যু নিয়ে বিতর্ক আছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। নিজের ছেলেকে হারিয়ে আজও লড়াই করছেন বাবা সালেম খান। আর তার মধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় ধরনায় বসতে চান তিনি। আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনায় বসতে পারবেন। ১২ ফুট বাই ১৫ ফুট মঞ্চ বানানোর অনুমতি রয়েছে। ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। তবে মানতে হবে শব্দবিধি। আনিসের দাদা সাবির খান বলেন, ‘‌আমরাও সুবিচার চাই। বাবার সঙ্গে আমিও ধর্নায় বসব।’‌উল্লেখ্য, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আনিস খান হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম চর্চিত বিষয়। অভিযোগ ছিল, পুলিশকর্মীরা তাঁর খোঁজে বাড়িতে গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। যদিও তদন্তে উঠে আসে অন্য তথ্য। জানা যায়, পালাতে গিয়ে পড়েই আনিসের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের সাজা চেয়ে সরগরম হয়েছিল রাজ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *