দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার প্রতিবেশী ওড়িশা। আর সেখানে হানা দিয়েছে বার্ড ফ্লু। এই আবহে ওড়িশার অসুস্থ মুরগি বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ব্যবসার স্বার্থে এমন কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওড়িশার এই অসুস্থ মুরগি বাংলায় ঢোকাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই অভিযোগ তুলে আজ, সোমবার বাংলার সীমানা সিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষজনকে ভিন রাজ্যে গণপিটুনিতে মারা হচ্ছে বলেও সুর চড়ান মুখ্যমন্ত্রী।এমনকী রেলের মাধ্যমেও যাতে ওড়িশার মুরগি বাংলায় প্রবেশ করতে না পারে তাঁর জন্য রেলের সঙ্গেও বৈঠকের নির্দেশ দিলেন মুখ্যসচিবকে।কয়েক মাসে রাজ্যের নানা প্রান্তে বার্ড ফ্লু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, “আমার কাছে খবর এসেছে ওড়িশাতে বার্ড ফ্লু ব্যাপক আকার নিয়েছে। এই পরিস্থিতিতে মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম এই সীমানা দিয়ে কিছু ব্যবসায়ী বাংলায় রোগগ্রস্ত মুরগি নিয়ে আসছেন। ব্যবসাতে আমার আপত্তি নেই কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। আমি আধিকারিকদের নির্দেশ দিচ্ছি, সীমান্ত সিল করা হোক যাতে ওখানকার মুরগি বাংলায় না ঢোকে।”একইসঙ্গে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ–কে কড়া নির্দেশ দেন। তাঁর বক্তব্য, ‘কয়লা, গরু, বালি পাচার দেখার দায়িত্ব বিএসএফের। কেন্দ্রীয় সরকার এবং বিএসএফকে বলব সীমানা কড়া হাতে রক্ষা করুন। কেউ টাকা খেয়ে পাচার করবে আর আমাদের সরকার তার বদনাম কুড়াবে এটা চলতে পারে না। সীমান্ত সুরক্ষা দেওয়ার কাজ বিএসএফের। এখানে কোনওরকম গাফিলতি চলবে না। আমি পুলিশকেও বলব চোখ কান খোলা রাখতে। যাতে এমন কোনও কাজ হতে না পারে।’