নিজস্ব সংবাদদাতা :- সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ঘিরে আগ্রহ তুঙ্গে। সোমবার এই শুনানিতে সিবিআই-এর কাছে নতুন স্টেটাস রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফে এদিন জানানো হল, কলকাতা পুলিশের দেওয়া ওই ফরেন্সিক রিপোর্ট তারা দিল্লির এমসে পাঠাতে চায়। পাশাপাশি, ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা কে সংগ্রহ করেছে , তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা দাবি করেছে, ঘটনাস্থল থেকে কে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে, সেই বিষয়টিও ‘গুরুত্বপূর্ণ’। সিবিআই শীর্ষ আদালতে আরও দাবি করেছে, এই ধরনের ঘটনার পর প্রথম পাঁচ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পাঁচ দিন পরে গিয়েছে ঘটনাস্থলে। তখন কিছু কিছু ‘পাল্টে গিয়েছে’ বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।এদিন শুনানি শুরু হতেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই। তার খুঁটিয়ে পড়েন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। স্ট্যাটাস রিপোর্ট হাতে নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ময়নাতদন্তের চালান কোথায়? সেটা কি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে? প্রধান বিচারপতি এও প্রশ্ন করেন, চালান ছাড়া ময়নাতদন্ত করলেন কী করে এর দায়িত্বে থাকা চিকিৎসক?প্রধান বিচারপতি এই প্রশ্ন তুলতেই সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন, সিবিআই কিন্তু ময়নাতদন্তের চালান পায়নি। সর্বোচ্চ আদালত প্রশ্ন করা সত্ত্বেও কপিল সিবাল তাঁর ফাইলে এদিন মুখবদ্ধ খামে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছে। তবে সেই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বললেন, “ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না। যাতে তদন্তে প্রভাব পড়ে। আগামী সোমবার তদন্তের আবার স্টেটাস রিপোর্ট দিন।” আগামী ১৬ সেপ্টেম্বর ফের স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।