প্রসেনজিৎ ধর :-আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এই রকমই এক ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদবাসী । প্রাথমিক স্কুলের ছাত্রীদের উত্তক্ত ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক দর্জির বিরুদ্ধে। ঘটনা সামনে আসতে ক্ষোভে ফাটে পড়েন এলাকাবাসী সহ ছাত্রীদের অভিভাবকেরা। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।ধৃত যুবকের নাম ঔরঙ্গজেব নাদাব, বয়স ২৪। বাড়ি ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে বাড়ি থেকে স্কুল আসার পথে নিরিবিলি রাস্তায় নিয়মিত উত্যক্ত করত ওই যুবক। অশালীন আচরণও করত। ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তাঁরা পুলিশে অভিযোগ করেন। ছাত্রীদের সকলের বাড়ি অর্জুনপুর দিয়ারাপাড়ায়।অভিযুক্ত ঔরঙ্গজেব নাদাবের অর্জুনপুর রেলগেটের ধারে একটি কাপড়ের দোকান আছে। সেই দোকানের সামনে দিয়ে ছাত্রীরা স্কুল আসার পথে অভিযুক্ত যুবক তাদের পিছু নিয়ে স্কুলের পিছনে নিরিবিলি রাস্তায় শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করেছে। সোমবার তাঁকে আদালতেও তোলা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal