নিজস্ব সংবাদদাতা :- বামেদের নবান্ন অভিযানে আঘাত পাওয়া মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল লালবাজার | সেই মামলার অগ্রগতি নিয়ে মঙ্গলবার বিশেষ তদন্তকারী দলকে দু’সপ্তাহের মধ্যে বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে লালবাজারকে|আগামী ১২ মার্চ ফের এই মামলা আদালতে উঠবে বলে জানা গিয়েছে |প্রসঙ্গত, দিন সাতেক আগেই মইদুল মিদ্যার মৃত্যুর তদন্ত করতে সিট গঠন করেছিল লালবাজার | পুলিশ সূত্রে দাবি করা হয়, মইদুলকে আহত অবস্থায় জানবাজারের একটি হোটেলের সামনে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা | নবান্ন অভিযানের দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে | কীভাবে জানবাজারের ওই হোটেলের সামনে মইদুল পৌঁছলেন, তা খতিয়ে দেখবে ওই সাত সদস্যের তদন্তকারী দল| ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ | তদন্তকারীদের আরও দাবি, মইদুল ইসলামের পড়ে থাকার ছবি দেখা গেলেও তিনি যে পুলিশের লাঠির আঘাতেই আহত হয়েছিলেন সেই ধরনের কোনও ছবি এখনও সামনে আসেনি | উল্লেখ্য, মইদুলের মৃত্যুর ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল নিউ মার্কেট থানায় | তারপর থেকেই নিউ মার্কেট থানা ও লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন | যদিও মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাম কর্মী-সমর্থকেরা |