Breaking News

আর্থিক তছরুপ মামলায় অনুব্রত কন্যার জামিন,তিহাড় জেল থেকে কবে মুক্তি পাবেন সুকন্যা?‌

দেবরীনা মণ্ডল সাহা:- জামিন পেলেন
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল । আর্থিক তছরুপ মামলায় আজ, মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন সুকন্যা। ওই একই মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তবে কেষ্ট সিবিআইয়ের একটি মামলায় আগেই জামিন পেয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত–কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় তার সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন সুকন্যার পিতা অনুব্রত। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। ইডি দাবি করেছিল, তিনি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন।২০২২ সালের অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে তথ্য রয়েছে। কিন্তু তিনি প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না। সুকন্যা নাকি জানান, সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। ওই কারণে অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারির পর বাবার মতো সুকন্যারও ঠাঁই হয় তিহাড় জেলে। সেখান থেকে বেশ কয়েক বার তিনি জামিনের আবেদন করেছেন।অবশেষে মিলল জামিন| সুকন্যার জামিনে মুক্তির খবর পেয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য, ‘আমাদের কাছে এককথায় স্বস্তির খবর। আমরা এখন কেষ্টদার মুক্তির অপেক্ষায় রয়েছি। সেটাও আশা করছি, দ্রুতই হবে।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *