দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। আর এই আবহে দুর্গাপুজোর সময়ও জনগণের মননে এই ঘটনা জিইয়ে রাখতে পরিকল্পনা করছে বিজেপি। সোমবার রাতে বৈঠকে বসেন বিজেপির রাজ্য কমিটির নেতারা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, দলের আন্দোলন শুধু কলকাতাকেন্দ্রিক করলে চলবে না। বরং তা ছড়িয়ে দিতে হবে গোটা রাজ্যে। এই নিয়ে কর্মসূচি তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর।সোমবার সন্ধ্যায় দলের সল্টলেকের রাজ্য দফতরে বৈঠক ডাকা হয়েছিল। বিজেপির রাজ্য নেতারা ছাড়াও দলের সব মোর্চার প্রধানদেরও সেই বৈঠকে ডাকা হয়। সেখানেই ঠিক হয়েছে, কলকাতায় কিছু বড় আন্দোলনের উদ্যোগ নেওয়া হলেও এ বার ‘মূল নজর’ দিতে হবে জেলায়। দলের সাংগঠনিক মণ্ডল (ব্লক) স্তরে নিয়ে যেতে হবে আন্দোলন। সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি জেলায় জেলায় ছোট ছোট সভার পরিকল্পনা করা হয়েছে। রেলস্টেশন, বড় বাসস্ট্যান্ড এবং বাজার এলাকায় হবে পথসভা। সেই সব সভায় রাজ্য নেতারা না গেলেও স্থানীয় সাংসদ, বিধায়কেরা যাবেন। সেই সঙ্গে জেলার নেতারা প্রতি দিন কোনও না কোনও সভায় হাজির থাকবেন। সেই সভায় শুধু আরজি করের কথাই নয়, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিষয় তুলে ধরারও পরিকল্পনা থাকছে বিজেপির। বিজেপি এই পথসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু উৎসবের মরশুমে এসব কথা শুনবে কে? উঠছে প্রশ্ন। তবে বিষয়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় এমন পথসভা বা আন্দোলন সংগঠিত করলে যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।