প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি করের ঘটনা নিয়ে দলের কিছু নেতা, মন্ত্রী, বিধায়ক এমন বেফাঁস কথা বলতে শুরু করেছেন যে তাতে সরকার ও দল বিড়ম্বনায় পড়ছে। শেষমেশ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আরজি করের ঘটনা নিয়ে যা বলার আমি বলব, সবাইকে এ নিয়ে মুখ খুলতে হবে না। কোনও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা যাবে না। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। আর জি কর নিয়ে প্রকাশ্যে কোনও মন্ত্রী মুখ খুলবেন না। এ বিষয়ে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। আসলে সাম্প্রতিক সময়ে দলের অনেকের মন্তব্য নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যাতে মোটেই ভালোভাবে নিচ্ছে না আমজনতা। আর তা নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, আমরা বলতে কারা তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। তবে ধরে নেওয়া হচ্ছে, আমরা বলতে এবং শীর্ষ আমলা, পুলিশ কর্তা ও তাঁর উপদেষ্টাদের কথা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে চিনের জুতো শ্রমিকদের ধর্মঘটের তুলনা, কখনও আন্দোলনকারীদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করা অথবা তদন্ত নিয়ে নিজেদের ধারণা প্রকাশ নানা সময়ে দলের একাধিক নেতার মন্তব্যে যথেষ্ট শোরগোল পড়েছে। বিরোধীরা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছেন। এই পরিস্থিতিতে এই মুহূর্তের সবচেয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন।