বিশ্বজিৎ নাথ:- আরজি কি কান্ড থেকে শিক্ষা নিয়ে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিম। নারী নির্যাতন রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ২০২২ সালে উইনার্স বাহিনী গঠন করেছিল। মূলতঃ ইভটিজার, রোমিও, ছিনতাই বাজদের হাত থেকে মহিলা-সহ স্কুল ও কলেজ ছাত্রীদের বাঁচতে এই বাহিনী গঠন করা হয়েছে। এবার নারী সুরক্ষায় জোর দিল পুলিশের সেই মহিলা বাহিনী। কালো পোশাকের মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনার্স টিমের সদস্যাদের বুধবার নিউ ব্যারাকপুর পুর অঞ্চলের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেল। এদিন দুপুরে নিউ ব্যারাকপুরের মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছয় উইনার্স টিম। তারা স্কুল ছাত্রীদের কাছ থেকে সমস্যার কথা জানেন। স্কুল যাতায়াতে বিপদে পড়ার সম্ভাব্য স্থানগুলো ছাত্রীদের কাছ থেকে তারা জেনে নেন। উইনার্স টিমের সদস্যা এএসআই সোমা হেলা বলেন, স্কুলে ভিজিট করে তারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সঙ্গে কথা বলছেন। স্কুল কিংবা টিউশনে যাবার সময় তারা কোনও সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তা জেনে নেওয়া হচ্ছে।