Breaking News

২৫ দিনের লড়াই শেষ,প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি!শোকবার্তা মমতার

দেবরীনা মণ্ডল সাহা :-প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় সীতারাম ইয়েচুরির বয়স হয়েছিল ৭২ বছর।গত ১৯ অগাস্ট ফুসফুসে ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রবীণ রাজনীতিবিদকে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার থাকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বৃহস্পতিবার শেষ নি:শ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান নেতা।২৫ দিনের যুদ্ধে ইতি। ১৯ অগাস্ট থেকেই সিপিআইএমের প্রবীণ নেতাকে শারীরিক অসুস্থতার কারণে এইমস-এ ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণের কারণে শ্বাস প্রশ্বাসে সমস‍্যা দেখা দেওয়ায় গত সোমবার থেকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইতে জন্মেছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। তাঁর স্ত্রী সীমা চিস্তি ইয়েচুরি ও দুই সন্তান রয়েছে তাঁর।
সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বাম কর্মীদের মধ্য়ে শোকের ছায়া। দেশের বিভিন্ন প্রান্তের বাম নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গেই বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। সিপিআইএম-এর বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এক্স হ‍্যান্ডেলে মুখ‍্যমন্ত্রী লেখেন, ‘‘সীতারাম ইয়েচুরির প্রয়াণেপ খবরে আমি শোকাহত। তাঁর মৃত‍্যু জাতীয় রাজনীতির জন‍্য এক অপূরনীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।’’ পিডিপি প্রধান মেহেবুবা মুফতি জানিয়েছেন, তাঁর পরিবার ও প্রিয়জনকে জানাই সমবেদনা। অত্যন্ত কষ্টের খবরটা। বাংলার বাম নেতৃত্বের সঙ্গেই তাঁর নিবিড় যোগাযোগ ছিল। বার বার তিনি ছুটে আসতেন বাংলায়। দীর্ঘদিন ধরেই বাম আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত। তাঁর মৃত্যুতে তৈরি হল গভীর শূন্যস্থান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সীতারাম ইয়েচুরির প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও একাধিক বিরোধী মিটিংয়ে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *