প্রসেনজিৎ ধর :- আরজি কর কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ সুদীপ্তর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। পাশপাশি, বাড়ি লাগোয়া নার্সিংহোমেও হানা দেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পাশাপাশি নার্সিংহোমে চলছে তল্লাশি।হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এর পাশাপাশি তিনি রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি। জানা যাচ্ছে, মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তের ভূমিকা কী ছিল, সেটা জানার জন্যেই সিবিআইয়ের এই তল্লাশি। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ কেন্দ্রীয় জওয়ান-সহ সিবিআইয়ের তিন আধিকারিকের একটি দল হাজির হন সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। জানা গেছে, তিন জন সিবিআই আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন সুদীপ্তকে। গোটা বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাশাপাশি, তাঁর নার্সিংহোমেও তল্লাশি চলে ।উল্লেখ্য, গত ৯ আগষ্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা ট্রেনি চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ। ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেদিন রাতেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দিন হাসপাতালে যান সুদীপ্ত রায়। পরে একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন তিনি বলে সূত্রের খবর|
Hindustan TV Bangla Bengali News Portal