প্রসেনজিৎ ধর :- মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির হেভিওয়েট নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ | প্রায় ২ ঘণ্টা পর কোকেন-কাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংহের বাড়িতে পুলিশ | রাকেশ সিংহের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের অফিসাররা | সঙ্গে রয়েছেন স্থানীয় থানার পুলিশও |
রাকেশের বাড়ির বাইরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী | এর আগে পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় | বাড়ির বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাকেশ-পুত্র সাহেব | বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ, অভিযোগ রাকেশের ছেলের | সরকারি কাজে বাধা দিলে পদক্ষেপ, পাল্টা হুঁশিয়ারি পুলিশের | ভোটের মুখে কোকেন কাণ্ডে বিড়ম্বনায় গেরুয়াশিবির | দলের যুবনেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতারের পর, গতকাল বিজেপি নেতা রাকেশ সিং-র বিরুদ্ধে সমন জারি করে পুলিশ | এদিন বিকেল ৪-টের সময়ে তাঁকে লালবাজারে হাজিরা নির্দেশ দেওয়া হয় | এরপর গ্রেফতারির আশঙ্কায় সমনে স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন রাকেশ| কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় | বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ‘পুলিশ যা করেছে, আইন মেনেই করেছে|’ এদিন দুপুরে আচমকাই বিজেপি নেতা রাকেশ সিং-র আলিপুরের বাড়িতে হাজির হয় পুলিশ | প্রসঙ্গত, রাকেশ সিংহকে একটি নারকোটিক্স মামলায় জেরার জন্য লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল | কিন্তু তিনি সেখানে হাজিরা দিতে যাননি | এই মামলাতেই তাঁর বাড়িতে তল্লাশি চালাতে এসেছে পুলিশ বাহিনী |