Breaking News

ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেফতার সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্ত!মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে,কলতানের গ্রেফতারির তীব্র নিন্দা সেলিমের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও শুক্রবারই প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় এ বার গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে।গ্রেফতার হওয়ার পর কলতান বলেন, “নিশ্চয়ই এর পিছনে ষড়যন্ত্র আছে। না হলে, নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এ ভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেওয়া হল?” তবে এই গ্রেফতারির তীব্র নিন্দা করে পাল্টা তৃণমূলকে দুষেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ বলেই দাবি করা হয়েছে। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, যে ঘটনাক্রমের মধ্য দিয়ে কলতানকে গ্রেফতার করা হয়েছে, তাতে ‘জাস্টিস ফর আরজি কর’ দাবিতে হওয়া গণআন্দোলনকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে। তাঁর দাবি, শাসক দলের আইটি সেল এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ভাষায় কথা বলেছেন। কিন্তু তাঁদের বক্তব্যের কোনও প্রমাণ দেওয়া হয়নি, কোনও ক্ষমা চাওয়া হয়নি এবং তদন্তের বিষয়টিই সংবাদমাধ্যমের থেকে চেপে যাওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *