Breaking News

মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব!বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য পর্যালোচনা করতেই এই বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। শীর্ষ আদালতে কী হয় সকলের নজর সেদিকে। এই আবহে আচমকাই আগামীকাল নবান্নে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে এক্ষেত্রে আরজি কর হাসপাতাল নিয়ে কোনও আলোচনা হবে না বলেই জানা গিয়েছে। এই বৈঠকে বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম পর্যালোচনা করতে সকলকে ডাকা হয়েছে। এখানে সংশ্লিষ্ট দফতরগুলির মন্ত্রী, অফিসার, সরকারি টাস্ক ফোর্সের সদস্য, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।দুর্গাপুজো আসতে আর কয়েকটা দিন বাকি। এই অবস্থায় যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের চাপ বাড়বে। তাই আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা বলেছিলেন, পুজোর আগে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির একটা প্রবণতা দেখা যায়। তাই সেসব দিক পর্যালোচনা করতে বৈঠকের নির্দেশ দেন তিনি। সেই হিসেবেই আগামীকাল নবান্নে বৈঠক ডাকা হল বলে খবর।অন্যান্য শাক–সবজি, আলু–আনাজ, মাছ–মাংস সব কিছুর দাম খতিয়ে দেখা হবে এই বৈঠকে। এই বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রধান লালু মুখোপাধ্যায় বলেন, ‘‌ভিন রাজ্যে চাহিদা কমেছে। তাই বেশি পরিমাণ আলু এখন বাইরে পাঠানো সম্ভব হয়নি। হিমঘর থেকে কম দামে আলু বেরচ্ছে এখন। প্রতি কেজি জ্যোতি আলু হিমঘর থেকে ২৪–২৫ টাকায় বের হচ্ছে। কলকাতার খুচরো বাজারে ৩০–৩১ টাকায় ওই আলু বিক্রি হওয়া উচিত।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *